ওরে আমার মনকানা
মাটিই হউক ঘর খানা
          যতই বানাস অট্টালিকা
          তাতো টিকে রইবে না!

ওরে আমার মনকানা
মাটিই হউক ঘর খানা
          করিস না আর বাহানা
          মাটি দিয়েই ঘর বানা।

মাটি হইল শীতল পাটি
মাটিই সবচেয়ে খাঁটি
          ওরে আমার মন কানা
          মাটি দিয়েই ঘর বানা।

মাটিতেই ফলে দানা
মাটিতেই রাখ্ পা দু’খানা
          ওরে আমার মনকানা
          মাটি দিয়েই ঘর বানা।

মাটি হইল মাতা
মাটিতে প্রথম রেখেছি মাথা
          ওরে আমার মন কানা
          মাটি দিয়েই ঘর বানা।

ওরে আমার মনকানা
মাটিই হউক ঘর খানা
          তাতে আর নেই মানা
          মাটি দিয়েই ঘর বানা।

ওরে আমার মনকানা
মাটিই হউক ঘর খানা
          মাটিই হউক আস্তানা
          মাটিও পাওয়া সস্তা না!

ওরে আমার মনকানা
মাটিই হউক ঘর খানা
          মাটি দিয়েই ঘর বানা
          মাটিই হউক ঠিকানা।