নীল শাড়ি পরিয়া অভিমানী নীলিমা
চলেছে একা ছাড়িয়ে পথের ঐ সীমা।
নীলিমাকে ডাকে মেঘবালিকায় পিছু
“শুনো আপু তোমাকে বলার আছে কিছু।”
মেঘবালিকার ডাকে নীলিমা না চায়
“ বুঝেছি আজ তোমায় বকেছেন মায়!”


নীলিমাকে দেখে তারা হাসে মিটিমিটি
লিখে পাঠায় চটজলদি প্রীতি চিঠি।
“চন্দ্রা বলে নীলিমা খেলছে লুকোচুরি
শুনেছি এ কথা, বলছে চাঁদের বুড়ি।”
বুড়ির ডাকে সূর্যিমামায় মেলে চোখ
নীলিমার গায়ে ঢেলে দেয় সূর্যলোক।