বলতে পারো আমায় তুমি,আমি করি ছলচাতুরী
এসব কথায় অন্তরে আমার, পিটায় দিয়ে হাতুড়ি।
ভাবতে পারো আমায় তুমি, মহা স্বার্থপর
তোমার সর্বনাশে, আমার মনেও দুঃখ করে ভর।
ভাবতে পারো আমায় তুমি, এক হৃদয়হীন
তোমার কান্না শুনলে, মনে ব্যথা করে চিনচিন।
বলতে পারো আমায় তুমি, আমি এক উদাসী
আমি তোমায়, প্রাণের চেয়ে বেশি ভালবাসি।
বলতে পারো আমায় তুমি, আমি অহংকারী
আমি কিন্তু তোমার সুখে, আমার মান দেই ছাড়ি।
বলতে পারো আমায় তুমি, আমি অতি-লোভী
এসব কথা শুনলে পরে, মনে দুঃখ লাগে খুবই।
বলতে পারো আমায় তুমি, রাখি না তোমার খোঁজ
তোমার অজান্তে, রাখি তোমার খবর, শতবার রোজ।