আজকে ছোট্ট খুকীর
     শুভ জন্মদিন
তাই নাচে হুলো বিড়াল
     তা ধিন তা ধিন।

বাবা ছুটে কিনতে হাটে
    বার্থ ডের কেক
মায়ে দিলো লিখে একটা
    বড় অঙ্কের চেক।

খুকীর জন্য কিনে বাবা
    নয়া জুতো-জামা
পণ্যদ্রব্য টানতে সাথে
    আছে হুলো মামা।

বার্থ-কেক; মণ্ডা-মিঠাই
    কেনা হলো শেষ
হুলো বলে, চলুন বাড়ি
   পেলো ক্ষিদে বেশ।

সওদাপাতি করে বাবা
   এসে দেখে বাড়ি
আছেন বসে অতিথিগণ
   করে সারি সারি।

অতিথিদের মণ্ডা-মিঠাই
    দিতে গেলে বাবা
মিঠাইর হাঁড়ি খালি দেখে
   তাতেই হলো হাবা!