চেয়েছি গাঙ শালিকের পালক ছুঁতে
ক্লান্ত হয়ে চেয়েছি মায়ের কোলে শুতে।
শুনতে চেয়েছি ভ্রমরের গুঁজনধ্বনি
বাজাতে চেয়েছি মনের সুখে খঞ্জনি।
হাঁটতে চেয়েছি শিশির ভেজা তৃণভূমে
হৃৎ-বন্ধন রাখতে চেয়েছি স্নেহে, চুমে।
সাঁতার কাটতে চেয়েছি কলকল গাঙে
চেয়েছি পলাশ-শিমুলে মন নিতে রাঙে।
পাঠ করতে চেয়েছি রবীন্দ্র-নজরুল
মালা গাঁথতে চেয়েছি দিয়ে বেলি ফুল।
শখে চড়তে চেয়েছি ছোট্ট ডিঙি নাও
বাস করতে চেয়েছি প্রিয় ছোট্ট গাঁও।