বহতা নদী বহতা নদী
চোখে কাজল এঁকে
কোমর খানা বেঁকে
একাকী চলছো নিরবধি।

বক্ষে তোমার জল টলমল
ঢেউয়ে দিলে দোলা
হও আপন-ভোলা
শুভ্র-দন্তে হাসো খলখল।

তোমার সঙ্গে আমায় নেবে?
হবো তোমার সাথী
পথে জ্বালাবো বাতি
সম্মত দিয়ো একটু ভেবে!