ওলো ভাটির শালুককন্যা লো
ওলো তুই জলের অনন্যা লো।

          নলে বেঁধে জলে মাচা
          তারই মাঝে মরণ বাঁচা।

তবু হাসলে টোল পড়ে গালে লো
ঢেউ এসে চুমে মাঠের আলে লো।

          ওলো মুখের হাসি খলখল
          চেহারাটা কালোই ভালো।

ওলো ভাটির শালুককন্যা কেশবতী
এখন তুই কার প্রিয়তি ওলো সতী?

          নাই যদি বললে বলিস না লো
          তোর দিন কাটুক লো ভালো।

যদি আমায় দিস একটি শালুক
বিনিময়ে তোরে দেবো তালুক।

          লোকে যা বলে বলুক না লো
          ওলো ভাটির শালুককন্যা লো।