শব্দ কোপে বিদ্ধস্ত হৃদয়,সিক্ত হচ্ছে অশ্রুজলে।
তবু ও অজানা আশায় সৃজিত হচ্ছে -
নিশি কাব্য অগোচরে।


হয়ত আশ্রয়ের লোভে কিম্বা সজীব আত্মার খোঁজে-
কিন্তু না! আজ সাজানো শব্দের কালো অক্ষর
ব্যাঙ্গ বিদ্রূপ করে!
আশার আলো নিভে গিয়ে,ছায়া জমাট বাঁধে।


এ কেমন লুকোচুরি খেলা!
কালো মেঘ চাদর দিয়ে, যায় ঢেকে রাখা?
মিথ্যায় মোড়ানো জীবনের সব স্বাদ!


আজ তবে কোলাহল ছাপিয়ে নিমজ্জিত হতে চায় প্রাণ।
এর ঊর্ধ্বে কোনো সীমা নেই-
এর ঊর্ধ্বে কোনো শেষ নেই।


ভগ্ন আত্মার চূড়ান্ত গলিত আবেগ;
টুকরো হৃদয়ে স্রষ্টার তরে পাড়ি জমানো গোলাম।
আমার কান্নার কোনো প্রতিধ্বনি আসে না, তবুও বুঝতে পারি আমি একা নই।


--সারা ইশাল।