সব গৃহিনী পড়লো ধরা
তাদের বরের কাছে,
হলো  যে ফাঁস কার আঁচলে
কত টাকা আছে ;
সরকারের এই হুকুম জালে
পড়লো সবাই ধরা
চলবে না আর হাজার টাকা
আইন হলো কড়া ।
পাঁচশ  টাকাও বাদ গেল না
আইনের এই প্যাঁচে
ব্যাপারটা সহজ হলে
গিন্নীরা সব বাঁচে
কর্তরা সব মুচকি হাসে
বলে, আমাদের কোন ঠাসা?
পকেটটা বাঁচবে কদিন
এই হয়েছে খাসা
গিন্নীরা সব চুপসে গেছে
শুকিয়ে গেছে মুখ
কিছুই করার নেই যে এখন
ভেবেই পাচ্ছি সুখ
লাগলে টাকা গিন্নীরা সব
পাতবে এসে হাত
উল্টোপাল্টা সব বন্ধ
হয়েছে বাজিমাত।।