বিশ্ব কবি


শ্রেষ্ঠ তুমি গর্ব মোদের
তুমি বিশ্বের মান ।
যতই লিখি যতই পড়ি
তোমায় ছাড়া ম্লান ।।


ব্যথা যখন বাজে বুকে
গান গাই মনের সুখে ।
দুই ফোঁটা জল
আঁখির পরে
ব্যথায় অবসান ।।


শ্রেষ্ঠ তুমি গর্ব মোদের
তুমি বিশ্বের মান ।।


গভীর রাতে চাঁদের আলোয়
যখন আমি একা ।
তোমার কাব্য পড়তে পড়তে
চাঁদের হাসি দেখা ।।


তোমার কাব্য তোমার গানে
মনে সুরের বন্যা আনে ।
পূজায় প্রেমে প্রকৃতিতে
অরূপ তোমার দান ।।


শ্রেষ্ঠ তুমি গর্ব মোদের
তুমি বিশ্বের মান ।
কবিতায় অঞ্জলি মোর
জানাই "প্রনাম" ।।


      -সরস্বতী দাস