পথিক


একলা পড়ে পথের ধারে
রোদ বৃষ্টি মাথায় করে।
গান গেয়ে যায় সারাবেলা
কেউ যদি বা দয়া করে।।


খিদের জ্বালা বুকের ভেতর
ক্লান্তি নামে মুখের পরে।
চোখের কোনে অস্পষ্টতা (সেকি)
সাদা কালোর খেয়াল করে।।


তবু মানুষ জন্ম পেলাম প্রভু
ধন্য আমি ভূমি পরে।
সকাল হলে পাখির ডাকে
ফুটপাতেতেই ঘুমটি ভাঙ্গে।।


রাত্রি হলে শুধুই আকাশ-
আকাশে কার পায়ের চিহ্ন?
বাতাসে কার গায়ের গন্ধ?
কে যাও তুমি? পথিক আমি
আমায় তোমার সঙ্গী করো।।


              -সরস্বতী দাস