স্বপ্নই জীবন


সপ্নেরা উঁকি মারে
খোলা জানালায়।
হাত দুটি বাড়িয়ে
আয় কাছে আয়।।


দেখো আকাশ বলছে ডেকে
ভাসছে তুলো সাদা মেঘে।
তেপান্তরের সুদূর পাড়ে
ডাকছে বাঁশি ব্যকূল সুরে।
চিত্ত মোর উচ্ছাসিছে
অম্বর আবেগে।।


বেলা শেষের ঝরা পাতায়
পাতবো সজ্জা তরুলতায়।
কবরী বাঁধা ফুলের গন্ধ
শিথিল হবে সারা অঙ্গ।
সাঁঝের আঁধার ঘিরলো যখন
চমকে ওঠে মন।
ফিরতে হবে আভাস দিলো
হঠাৎ সমীরন।।


স্বপ্ন গুলো অকারণে
উঁকি দেয় মনের কোনে।
কত কথা আমার মনে
ঢেউ তুলে যায় নীরব মনে।
স্বপ্ন যদি হারায় জীবন
হতাশ হবে বাঁচার লড়াই।
হারবেনা স্বপ্ন রইবে দৃঢ়
অঙ্গীকার মোদের এটাই।।
          
           -সরস্বতী দাস