মা- মাটি আর প্রিয় মাতৃভূমি
সব ধর্মে যেটা স্বর্গের সমান দামি
কতটা নিচ হলে, এরা তাকে দেয় গালি
সমাজে এরাই আবার সুশীল নামধারী ।


রক্ত দিয়ে কেনা হে আমার স্বাধীনতা
আজ তোমাকে সামনে রেখে গালি দেয় ওরা
কি স্পর্ধা ওদের ! সব হারামজাদা
কুলাঙ্গার হয়ে জন্মেছে যারা ।


মনে হয় খেলনার পুতুল স্বাধীনতা !
তাই সকাল-বিকাল, মনে যখন যা ইচ্ছা !
আমাদের অপরাধে আমরাই উপোষ
তাতে স্বাধীনতার কি দোষ ?
চাল-ডাল দ্রব্য মূল্যে দিশেহারা যারা
তাদেরই নিরাবতায় দেশে আজ দৈন্যতা
সাহস থাকলে ধর গিয়ে ওই সিংহাসনে যারা
তা না করে উল্টো, "ভাত দে" স্বাধীনতা  !


হাতে কলম থাকলে, যা ইচ্ছা লেখা যায় ?  
এই ভাবনা শুধু দোষের নয়, বিড়ম্বনার জন্ম দেয়
সভ্য সমাজে যদি এতটুকু ও জ্ঞান
না থাকে, তবে কোন হিসেবে তুমি বিবেকবান ?


স্বাধীনতা দেশের নাগরিকের সর্বোচ্চ মান
সেটাও নিয়ে আজ চলছে নানা গুঞ্জন
শহীদদের সম্মানে শুধু এতটুকু আবেদন
স্বাধীনতাকে তোরা আর করিসনে অপমান ।।