কে আমায় করিবে এই বিপদে উদ্ধার
তুমি ছাড়া কেউ নেই, হে পরওয়ার
তোমার বিধান মতে না চলে
বিবেক হারিয়ে শুধু আবেগের বশে
করেছি কত কাজ, পারিনি শোধরাতে
এখন বুঝি, সব ছিলো খেয়ালী ছলে
তাইতো আজ অসহায় নিজে
ডাকি প্রভু তোমাকে ক্ষমা কর মোরে ।


গফুর-গফ্ফার তুমি, রহিম-রহমান
তোমার করুণা ছাড়া পাবো না ত্রাণ
কষ্টে আছি আরো দাও প্রাপ্যটা আমার
তবু বঞ্চিত করো না, রহমত তোমার
তওবা কবুল করো, হে দয়াময়
নইলে হবো ধ্বংস, আমি অসহায়
যে ক'দিন হায়াতে রাখো, এই দুনিয়ায়
কভু হবে না গর্হিত কাজ, দ্বারা আমায় ।।