নতুন যুগ কলি কাল
ন্যায় সত্যের পালা বদল
অসৎ এর বেপরোয়া দাপটে
ভন্ডরা মিলেছে এক সাথে
নতুন দীক্ষায় মত্ত সবাই
পৃথিবীটা যেন তাদেরই ।


জনমে শুনিনি যে সব কথা
দু’চোখে কখনও দেখিনি যাহা
আজ তা সবি হামেশা শুনি
অভ্যস্ত মোরা হয়ে গেছি ।


নিজে বাঁচলে বাপের নাম
যে নাম ছাড়া সব বৃথা কাম
তাই চাচা আগে জীবন বাঁচায়
এই সূত্রে আমরা সবাই ।


দেশ বড় তা জেনেও সবে
করি না কাজ দেশের তরে
স্বার্থ রেখেছে অন্ধ করে
আদর্শ নীতি বেমালুম ভুলে ।


পুরাতন সব ধুয়ে মুছে সাফ
হালে বসেছে নতুন মেলা
হরেক রকম আমেজ নিয়ে
নতুন সাজের কত খেলা  ।।