শ্রেষ্ঠ মহা গ্রন্থ, পবিত্র আল কোরআন
যেটা আল্লাহর বাণী, শাশ্বত-চিরন্তন
সব ধর্মের প্রতি কোরআনে আছে সম্মান
মুসলিমদের জন্য এটা জীবন বিধান ।


ঈদ-উল-আজহার দিনটিকে বেছে নিয়ে
সুইডিশ সরকারের প্রকাশ্য মদদে
বিশ্বে মুসলিমদের প্রিয় ধর্ম গ্রন্থকে
বিদ্বেষী হয়ে ওরা আগুন দিলো পুড়িয়ে
তাতে কি কোরআন নি:চিহ্ন হয়ে গেছে ?
হায়রে সভ্য জাতি ! বরং মূর্খতা পরিচয়ে
বিশ্বে উঠেছে নিন্দার ঝড় তাদের বিরুদ্ধে
আদতে ওরা এখনো জ্ঞানের অন্ধকারে
যারা জানেনা পরমতসহিষ্ণুতা কাকে বলে
তারা আর যাই হোক সভ্য হয় কি করে ।


তুরষ্কের সাথে রাশিয়াও করেছে কড়া প্রতিবাদ
বিতর্ক থাকতে পারে, তবু পুতিনকে ধন্যবাদ
ধর্ম নিয়ে সহিংসতার বিরুদ্ধে জাতিসংঘের বিলে
ভারতও দিয়েছে ভোট বাংলাদেশের সাথে
অথচ মুসলিম বিশ্ব যাকে প্রিয় বন্ধু বলে জানে
সেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ মিত্ররা মিলে
তথাকথিত বাক্ স্বাধীনতার দোহাই দিয়ে
দিল ভোট কোরআন অবমাননাকারীদের পক্ষে
যেটা দেখেছে বিশ্বের কোটি কোটি মানুষে
এভাবে যুক্তরাষ্ট্রের ভন্ডামীর মুখোশ গেছে খুলে ।


ইসলামের শত্রু যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা
তাদেরই দালালিতে দেশে কতিপয় দলের নেতা
এদেরই মুখে আবার ইসলাম নিয়ে বাহানা
বোকা জনগণ এসব দেখেও বোঝে না
সপ্তাহে যে একদিনও নামাজ পড়ে না
সেই দেখি রাজপথে জিহাদে, হায় আল্লাহ !  
এদেরই কারণে ইসলামে আজ দৈন্যদশা
সব মুনাফিক ইসলাম নামধারী ঘোমটা ওয়ালা ।


কোরআন অবমাননা যদি হয় বাক্ স্বাধীনতা
তবে থাকবে না পৃথিবীতে ভক্তি-শ্রদ্ধা-ভালবাসা
জাহেলিয়াতের স্বপ্নে বিভোর যুক্তরাষ্ট্র-পশ্চিমা
পৃথিবীকে বানাতে চায় ওরা, নষ্টের কারখানা !!