কোভিড নাইনটিন, এক অদৃশ্য যমদূত
দাঁড়িয়ে সমরে, নাকি কোটি জীবন নিতে প্রস্তুত
উহান শহর, চীন থেকে তাড়া করে মানুষের
কি উত্তর, কি দক্ষিন, পূর্ব অথবা পশ্চিম
নেই রক্ষা কারো, তার হিংস্র  থাবা থেকে
সাত সাগর পাড়েও যত দেশ আছে
তাদেরও ধরে, মেরেছে ; উল্লাস করে
কে রুখবে তাকে, আছে কোন হিম্মত ?
ক্ষমতা দেখাও, আনো যত সাঁজোয়াযান
জেট, ড্রোন, পারমানবিক, সব তুচ্ছ আজ ।


জীবন বাঁচাতে, ব্যর্থ শক্তির কি দাম আছে
মানব  কল্যাণে ব্যয় না করে, সব গেল বিফলে
মানব সৃষ্ট যত বালা মুসিবত, দুর্যোগ আছে
একটু সাবধান হলে, সাথে প্রকৃতিও বাঁচে
প্রকৃতির জন্য এবার লড়ব, আমরা সকলে
নয়তো পাপীর কারণে সব শেষ হবে অবশেষে
সচেতন হয়ে সুরক্ষা গড়ি, মানুষ ও পরিবেশের
যাদের কারণে অশান্ত পৃথিবী, রোধ করি যেন তাদের।।