বহু দেশে আজও অকুতোভয় সৈনিকেরা
স্বাধীনতার জন্য করছে লড়াই, দিচ্ছে জীবনটা
কখনো স্বদেশ ছেড়ে, হচ্ছে শরণার্থী
আর আমরা স্বাধীনতাকে পেয়ে ব্যঙ্গ করি !


একাত্তরে হয়নি যুদ্ধ পূর্ব বাংলা-পাকিস্তান
হয়েছিলো যুদ্ধ নাকি পাকিস্তান-হিন্দুস্তান !
এই দাবি করত জামাতের আলী আহসান
পরে যুদ্ধাপরাধে যার ফাঁসিতে গেছে প্রাণ ।


এখন নতুন সুরে, পাকিস্তানে ভাল ছিলাম !
এদের কাছে স্বাধীনতা-সম্মান আছে কোন দাম ?
কেউ বলছে আবার, ‘বাইচান্স স্বাধীনতা’ !
স্বাধীনতাকে নিয়ে এ কেমন চরম ধৃষ্টতা !


স্বাধীন হয়েই বুঝি, পুড়েছে কপাল
তাই পাকিস্তানি প্রেমে আজও বেসামাল
আত্ম সম্মান বোধ আবালেরও আছে
বোঝে না শুধু কতক হতচ্ছড়া জনে ।


তাইতো কৌশলে সূক্ষ্ম কথার প্যাচে
অর্জিত স্বাধীনতাকে ওরা অস্বীকার করে !
এরা আবার নেতা ! দেশের কথা বলে
স্বাধীন বলে পারছে, সেটাও গেছে ভুলে !
এমন কুরুচির মনোভাব যাদের মধ্যে
কিছু মানুষ তাদের মাথায় নিয়ে নাচে।


৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পরে
বহু মৌল বাদী পাড়ি জমায় পাকিস্তানে
তোমাদের যদি এখানে অস্বস্তিই লাগে
তবে আছো কেনো এই বাঙলা দেশে ?


দেশটি স্বাধীন, ভাবতে যাদের লজ্জা লাগে
গোলামীর শিকল পরাও তাঁদের পায়ে ।।