আর কত কাল সইবে তোমরা
বরং বেড়েই চলেছে অত্যাচারের মাত্রা !
কেউ ওদের বিচার করবে না
তোমাদের দাবীও কেউ মানবে না
তাই মারো, নইলে মরো
প্রিয় দেশ আর মানুষের জন্য লড়ো ।


চরম শয়তানী তে আমেরিকা
বিশ্ব বিবেক দেখেও নীরব দর্শকের ভূমিকা !
সবই আমেরিকার পাতানো খেলা !
যার প্রকাশ্য মদদে ফিলিস্তিনে গণহত্যা !
জাতি সংঘ, হা-হা-হা !!!
সে তো আমেরিকার পা চাটা কুত্তা !


আকাশ-বাতাস কাঁপানো তোমাদের আহাজারি !
শুনেও দেখেও নির্বাক পৃথিবী !
প্রতিবাদে দেশে দেশে একটু শ্লোগান-বিবৃতি
এটা কি সমাধান ? এমনই বিশ্ব রীতি !
বিশ্ব মোড়লের এক পেষে নীতি
আর প্রকাশ্য মদদে এমন করুণ পরিণতি !
ধেয়ে আসছে আমেরিকান রণতরী !
প্রস্তুত হও হে সাহসী যোদ্ধা, বীর ফিলিস্তিনি ।


ভয় পেয়ো না, মনে সাহস ধরে রেখো
তোমাদের সাথে আছে দোয়া অবিরত
মাতৃভূমি আর মজলুমের জন্য লড়ো
মরতে হবে একদিন, তাই লড়াই করেই মরো
হয়তো জিততেও পারো
যতক্ষণ শ্বাস, জাতিকে শত্রু মুক্ত করো ।


মরলে শহীদ, বাঁচলে গাজী
এই পণে লড়ে যাও- হে বীর ফিলিস্তিনি ।।