ক্ষমা করো, হে দ্বীনের নবী  
তোমার রেখে যাওয়া দ্বীন ইসলাম ভুলে
তাগুতি শক্তিতে মেতে মুসলিম জাতি
হচ্ছে অপমানিত, লজ্জিত প্রতি নিয়ত
ক্ষমা করো প্রিয় নবী ।


সেদিন তোমার আগমনে দিশেহারা পৃথিবী
পেয়েছিলো শান্তির বারতা
ইসলামের অমৃত শীতল সুধা পানে
যারা করলো জয়, তামাম দুনিয়া
তাঁরা আজ নেই, সব কবর দেশের যাত্রী  ।


সেই প্রিয় সাহাবীদের অনুকরণ-অনুসরণ
নেই আজ মুসলিমের মাঝে
পারলে ইসলামটাও বদলে ফ্যালে
কি করে আসবে বিজয় এই ইসলামে
ক্ষমা করো প্রিয় নবী ।


আজ ধর্মের নামে উগ্র গোষ্ঠী
বির্ধমীর বাড়ি ঘর জালিয়ে করে ফুর্তি
এভাবে উড়াতে চায় ওরা বিজয় নিশান
যে ইসলাম নয় তোমার বিধান
ক্ষমা করো প্রিয় নবী ।


তুমি রেখে গিয়েছো যে অমূল্য বাণী
তার কতটুকু মোরা নিতে পেরেছি
কাট-ছাট করে নয়া ইসলামী সেজে
ধর্মের বারোটা বাঁজাতে বসেছি ।
ক্ষমা করো প্রিয় নবী ।


তুমি শিখিয়েছিলে হানাহানি বন্ধে
করতে হবে গিয়ে মধ্যস্থতা
আজ নেই কেহ বিশ্বে এরূপ নেতা
তাই অসহায় মুসলিম মার খায়, মরে
আর তামাশা করে বিধর্মীরা ।


হে আমার প্রিয় নবী
শেষ বিদায়ী ভাষণে বলেছিলে তুমি
এমন এক জিনিস রেখে যাচ্ছি
যা দৃঢ় ভাবে আঁকড়ে থাকলে
তোমরা কখনো পথভ্রষ্ট হবে না  ।


আজ সেই কিতাব ছেড়ে  
করি অনুসরণ সব বিজাতিদের আমল
কোরআন পড়েও করি না পালন
তাই হতভাগা আজ মুসলিম জাতি
ক্ষমা করো প্রিয় নবী ।


আজ মসজিদ অনেক এক মহল্লায়
সব ইট পাথর আর কারুকার্যে
আসল ঈমান রয়ে গেল কাঁচা
যা করে না পাকা, কোন মুসল্লি
ক্ষমা করো প্রিয় নবী ।


তাই বালা মুসিবত ঘিরে ধরেছে
চরম বিপদে আজ মুসলিম জাতি
পায় না কোন কূল-কিনারা
ছেড়ে দিয়ে সব ইসলামী নীতি
ক্ষমা করো প্রিয় নবী ।।