কাল কি হবে জানিনা কেহ
সবাই ভবের মায়ার অন্ধ
এটা যে নয় আসল ঠিকানা
তা জেনেও করি কত বাহানা ।


ছিল যারা মোর পূর্ব পুরুষ
দাদা-দাদী, নানা-নানীরা
আজ নেই তাঁরা এই দুনিয়ায়
সব পরকালের বাসিন্দা ।


কিছু দিন হল বাবা-মা ও গেছে
এই শখের পৃথিবী ছাড়ি
কতনা কিছু গড়েছিল তাঁরা
একটু সুখের লাগি ।


কেবলই ধোঁকা এই পৃথিবী
লেগে আছে মোর পিছে
জীবন-যৌবন শেষ করে দিলো  
যত মিথ্যা লালসা দিয়ে ।


অসৎ জীবনে টেনে নিয়ে যায়
মানে না, ন্যায়-অন্যায়
লোভ-লালসা দিয়ে, রেখেছে ঘিরে
বাঁচার যে আর নেই উপায় ।


কখন যে দিবেন ডাক প্রভু
পাঠিয়ে মালাকুল-মউত
নিষ্ঠুর ওই দূত দিবেনা সময়
একটু শুধরে নিতে ভুল ।


পুণ্যের খাতায় কিছু নেই মোর
সব পাপ কর্মে ভরা
জীবনটা গেল ধোঁকার পিছে ছুটে
আজ সেই ভাবনায় দিশেহারা ।


তবু ও ভরসা, আল্লাহর কাছে
তিনি যে দয়ার সাগর
দিও ক্ষমা করে, হে বিধাতা আমার
তুমি যে গফুর, তুমি গফফার  ।।