স্বাধীন দেশটি কুরে খাচ্ছে কতক শকুনের দল
আর আমরা চেয়ে আছি সব গর্ধবের দল  
যেনো বাহুতে নেই শক্তি-বল    
অথচ রাজপথে নানা নামে, জনগণের দল !


গণতন্ত্রের দোহাই শুধু ক্ষমতার পালা বদলে
ন্যায় বিচার, মানবাধিকারের ধোয়া তুলে
মগজ ধোলাই আজ জন মনে
কেন হল না এগুলো স্বাধীনতার পঞ্চাশ বছরে ?
এমন প্রশ্নের কি উত্তর দিবে
হয়তো শিশুটি আজকেই জন্মেছে !  
যেন দেশে অতীত ছিলো না, কোন কালে
এই প্রশ্নটিও করা যেতো না এক সময়ে
হণ্ডা-গুণ্ডা, রগকাটাদের কারণে !
মনে হয় স্মৃতি থেকে তাও গেছে ভুলে !


স্বাধীন দেশ, এক্ষনি সব দিতে হবে তাকে !
তবে বসে কেন ঘরের কোণে ?
মনে হয় মৃত্যুর ভয় লাগে !
ঝাঁপিয়ে পড় জালিমের বিরুদ্ধে
ফিরে আনো তোমাদের স্বপ্নের বাংলাদেশ
তবে বুঝবো সাহসী, নও ভীতু কাপুরুষ ।


জালিমের বিরুদ্ধে লড়তে কত দিন, কত বছর লাগে ?
এত দিনে তোমার সন্তানও জোয়ান হয়ে গেছে
নাকি আরেক পুরুষ লাগবে !
মুক্তিযোদ্ধাদের মাত্র নয় মাস লেগেছিল
তোমরা তো তাদের চেয়েও সাহসী
শুধু মুখে ফ্যানা তোলা বক্তৃতা আর বিবৃতি !


সামনে সারিতে ওরা তো পুরোনো পাপী
যাদের কাছে এই জনগণও ছিল জিম্মি !
এই নেতায় হবে না আন্দোলনে গতি
আসবে না দেশে কোন শান্তি
সাধারণ জনগণ জাগলে তবেই আসবে মুক্তি !
চাই প্রকৃত দেশপ্রেমী, সাহসী ও কৌশলী ।।