১২ ই রবিউল আউয়াল, সোমবার
এতিম করে নবীজী, সকল উম্মত
গেলেন চলে পর্দার আড়ালে
সবুজ গম্বুজের নিচে, একটু বিশ্রামে।


যিনি ছিলেন সৃষ্টির আদিতে
নবী রূপে। যখন আল্লাহর হুকুমে
আদম নবী কেবল মাটি-পানির খামিরে।


যে নবীর উম্মত, করিবে সুপারিশ
অন্য জামানার নবীদের
তিনি কুল মখলুকের নবী, নবীদের নবী
ভাগ্য গুনে উম্মত হয়েছি তারি।


প্রিয় নবী হল চোখের মণি, মাথার তাজ
দেহের ধমনি, ভাবনার জগৎ
কোটি কোটি দুরুদ-সালাম পাঠাই
ওঁই মদিনার পাক্ রওজায়।


সকল সৃষ্টি আজও ব্যাকুল
তাঁর এই মহাপ্রয়াণে  
প্রিয় রাসুল হয়তো আজ নেই দুনিয়াতে
তবুও তিনি উম্মতের লাগি
বলিতেছেন, আল্লাহ ক্ষমা করো
এরা যে মোর গোনাহগার উম্মত।


বিদায় হজ্বের, বিদায়ী ভাষণে
বলেছিলেন রাসুল, হে আমার উম্মত
আঁকড়ে ধরে রেখো আল্লাহর কিতাব
আর তোমাদের নবীজীর সুন্নাত।


হে মদিনার হজরত
নামে উম্মত হয়েছি তোমার
আমলের খাতায় যাই থাক
তাই বলে, কেয়ামতের কঠিন দিনে
করোনা ধিক্কার, বরং
দিয়ো ঠাঁই একটু কদমে তোমার।।