টক্-শোতে টক আলাপ চলে প্রত্যহ মধ্যরাতে
দেশী-বিদেশী চ্যানেল গুলো ব্যস্ত থাকে এসব নিয়ে।
চলমান ঘটনা নিয়ে চলে নানা আয়োজন
প্রতি রাতের টক্-শোতে থাকে দেশের বিশিষ্ট জন।
বিজ্ঞাপনদাতাও ঠিক করে চলবে কিসের আয়োজন
যাদের টাকায় এসব চলে তাদের ও আছে প্রয়োজন।
মন মাতানো কথার যাদু, সাথে শত যুক্তি
দর্শক-শ্রোতা পায় তৃপ্তি, টেলিফোনে নানা উক্তি।
জানা-অজানা বহু কথা, তথ্য-উপাত্ত নিয়ে
পক্ষদ্বয়ের আলোচনা, ধুমছে চলে মধ্য রাতে।
বেশির ভাগে মত্ত থাকে, কেবল চাটুকারিতা নিয়ে
কতক আবার নিঃসঙ্কোচে, সত্য প্রকাশ করে।
মাঝে মাঝে বিতর্ক ঘিরে, উত্তেজিত হয় একেকজন
পরে সঞ্চালকের মধ্যস্থতায়, শান্ত হয় বক্তাগন।
তর্ক-বির্তক, মত-অভিমত, এতটুকুতেই ক্ষান্ত শো
যে সংলাপে প্রয়োজন ছিল, সকল রাজনৈতিক ঐকাত্ম্য ।
সত্য-মিথ্যা যে যাই বলুক, পরিশেষে এসে
ঐক্যমতের চেষ্টা করে, যদিও লোক দেখানো ছলে।
আলোচনা হবে ফলপ্রসূ, স্ব-উদ্যোগী হলে সকলে
তবেই পাবে সার্থকতা, টক্-শোর ওই আয়োজনে।।