“ভুল” মানুষের জন্মগত স্বভাব
করেও অনেকে মানতে নারাজ
ধরে দিলে সংশোধনের অভাব
কখনো ক্ষেপে বেজায় রাগি ভাব ।


যিনি করে কাজ, ভুল তার হয়
নেই-কাজের ভুল কি, গাইবে সাফাই
এদেশে উপদেষ্টার অভাব নাই
সহযোগিতায়, ক’জন হাত বাড়ায় ?


ভুল ধরা দোষের না, উপকার বেশি
সংশোধনে, কাজে ঘটে শ্রীবৃদ্ধি
কর্মী হয়ে কাজ কর, হবে উন্নতি
ভুলের মধ্যেই থাকে সফলতার সিঁড়ি ।।