অশুভ এক কালো ছায়া ভর করেছে সমাজে,
নানান ধাঁচের মানুষ-ধাঁনুষ মেতে আছে যেখানে।
চারিদিকে নীতির বয়ান ঢেউয়ের মত ভাসছে,
যার নেই চরিত্রের ”চ” সে দীক্ষা দেয় অন্যকে।
সঙ সেজে গুরুগিরি, সমাজে আজ ছেয়ে গেছে,
অতি সন্ন্যাসী-গাঁজায় নষ্ট, নীতি ভ্রষ্ট নেতৃত্বে।
রাজনীতিতে সুবিধা ভোগী, হঠাৎ নেতা বনে গিয়ে,
কলঙ্কিত করে সমাজ-দেশ, দলের বারোটা বাজিয়ে।
দল বাজী, দখল বাজী, চাঁদা বাজীতে দাদা গিরি,
এদের কাছে আপন পর, দুঃস্থ-অসহায় নাই ছাড়ি।
সৎ মানুষ, অচল পয়সা এক শ্রেণীর মতবাদ,
দুষ্ট লোকের পক্ষ নিয়ে সুবিধা পেতে জিন্দাবাদ।
দুর্নীতিতে আপাদমস্তক, তারাই আজ জননেতা,
ভালো মানুষের নীরবতায় সমাজের এই দৈন্যতা।
সুশীল সমাজও দ্বিধাবিভক্ত রাজ স্বার্থের দোলাচলে,
নষ্ট সমাজ অভিশাপে পড়ে শান্তি-ঐক্য হারালে ।।