জনগণই মালিক! শুধু বক্তৃতা আর কাগুজে
সত্যিকারে তাঁদের ভাবনায় নেই কেউ দেশে
ঠাই নেই অনেকের, একটু মাথা গোঁজার
কষ্টে দিনটি কাটে তাঁদের, কখনো অনাহার
দ্রব্য মূল্যে দিশেহারা, জনগণের নাভিশ্বাস
এই চিত্র দেশে এখন, এক নয় বারো মাস ।


স্বাধীনতার পঞ্চাশে বাংলাদেশের উপহার
কর্মচারীর মাসিক বেতন ছয় লক্ষ পঁচিশ হাজার !
তবুও পেটে খিদে ওদের, আরও চাই টাকা
এরাই এখন মালিক দেশের, সর্বময় কর্তা ।


কানাডার বেগম পাড়া, নয়তো আমেরিকা
সুইচ ব্যাংকে আছে টাকার ফোয়ারা
সবই এই দেশের মানুষের পকেট কাটা
কাটবে সুখে দিন সেখানে, বাকবাকুম পায়রা ।


প্রাণ দিয়ে, বুকের তাঁজা রক্ত দিয়ে যারা
এনেছে লাল সবুজের পতাকা
পেয়েছি স্বাধীন রাষ্ট্র, প্রিয় বসুন্ধরা
তাদের কেউ শহীদ, কেউ পরলোকে, বাকিরা
যোদ্ধা হয়ে ও পারেনি বদলাতে তাঁরা
তাইতো ক্ষমতায়, প্রশাসনে আজ সব লুটেরা ।


এ জন্য হয়নি যুদ্ধ, আসেনি স্বাধীনতা
সব রক্ত খেকো মানুষ, হারামজাদা আমলা
একাত্তরের শহীদ, আজ থাকলে বেঁচে তাঁরা
হানাদারের মত করত এদের গুলিতে ঝাঁঝরা ।।