১৬ ই ডিসেম্বর ’৭১। বিজয়ের মধ্য দিয়ে
লাল সবুজের পতাকা হাতে,
ইতিহাসের পথ ধরে
নানা চড়াই উৎরাই পেরিয়ে,
চতুর্থ শিল্প বিপ্লবের দিকে
হাঁটছে বাংলাদেশ, আগামীর পথে ।


বিগত বায়ান্ন বছর ধরে
যা অর্জিত হয়েছে দেশে,
তার সবটাই খেয়েছে দুর্নীতিতে ।
যারা সরকারে ছিল, আছে
তারা ও আমলারা যৌথ ভাবে,
সব লুটেছে যোগসাজশে ।  
তা না হলে বাংলাদেশ থাকত দাঁড়িয়ে
উন্নত দেশের কাতারে ।


এখনো বিতর্ক স্বাধীনতার পক্ষে-বিপক্ষে
কেউ ভারত, পাকিস্তানিতে
কেউ প্রভু ভাবে আমেরিকাকে,
যেন তারাই ক্ষমতায় বসিয়ে দিবে !
কি দৈন্যতা নেমে এসেছে,
ওদের মনস্তাত্ত্বিক জগতে !  


দেশের মানুষ একটু বেশি আবেগী বলে,  
এখনো দুষ্টঁরা রাজনীতিতে !
যদি মানুষ সঙ্গ ছেড়ে,
নেতৃত্ব তুলে দিত সঠিক মাঝির হাতে,
পাল উড়িয়ে পৌঁছে যেত গন্তব্যে ।
শোষনহীন দারিদ্রমুক্ত,
উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশে ।
যে স্বপ্ন দেখেছিল ত্রিশ লক্ষ বীর শহীদ
ও মুক্তিযোদ্ধারা, একাত্তরে !!