মানবতা-মনুষ্যত্ব হীনতায় চারিদিকে হাহাকার !
আজব সমাজে বাস আমাদের !
আজব দেশের সরকার !
টাকার জন্য জিম্মি মানুষ, টাকায় মেলে সুবিচার !


এখন গ্রাম থেকে শহর
নানা নামে হাসপাতালের বহর
যেন এক একটি কসাইখানার নগর
সব ধান্দাবাজীদের আসর !
টাকাই যেন সব ওদের
টাকার কাছে আপন-পর !
সেবা খুলে, ব্যবসার মত কারবার !
মৃত লাশ আটকে, টাকায় হয় ছাড় !
বিবেক-মনুষ্যত্ব এখন টাঁকার কাছে একাকার !  
দেখবে যে, সে কর্তাও বাটপার !


উন্নয়নে ভাসছে দেশ, বলছে দ্যাখো সরকার
এই উন্নয়নে লাভ কি আমার ?
আমি তো গায়ে খাটা সামান্য দিন মজুর
কোন মতে চলে সংসার
অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নাই বলি আর
নাগরিকের মৌলিক অধিকার
রাষ্ট্র যদি এগুলো দিতে না পারে আমার
দরকার নেই এমন উন্নয়নের সরকার  ।।



গত ইং ২৮/০৮/২০২৩ তারিখে আসরের স্বনাম ধন্য কবি জনাব আর ইসলাম সাহেব তাঁর কবিতার পাতায় দিনাজপুরের একটি বাস্তব ঘটনা অবলম্বনে “লাশের গাড়ি” শিরোনামে একটি কবিতা প্রকাশ করে, কবিতাটির মর্মান্তিক ঘটনা পড়ে আমিও মর্মাহত হয়েছি । তার সাথে সহ মত প্রকাশ করে, তাকে উৎসর্গ করে আজকের এই কবিতা লেখা ।