দেশ-টা স্বাধীন। তবুও ভাবে পরাধীন
কি চায় সে, নিজেও জানেনা
লাগামহীন কথা, সমালোচনা
সাথে শত খিস্তি
যত ইচ্ছে মনে চায়, দিবে
তাতে তোর কি? দেশ-তো স্বাধীন ।


বাঙালীরা মানে না কোন শাসন
যদিও বাঙালীতে নয় তুষ্ট বরং বাংলাদেশী
কারণ ওপারের হিন্দুরা ও যে বাঙালী
তাই মেতেছে পশ্চিমা আমেজে
কে আছে আজ, রুখে তার
দেশটা-তো স্বাধীন ।


বিপ্লব চেয়েছে বহুবার, দেয়নি সাড়া
তাই গালি, সব মূর্খ বাঙালী
কৃষক, মজুর, তাঁতী, কুমার সব মূর্খদের দল
এদের কি আছে কোন চিন্তা-বোধ
যারা নেতা চেনেনা, ভাষা বোঝে না
দেয় হিন্দু শ্লোগান-জয় বাংলা ।


ন্যায় অন্যায় হিসাব পরে
আগে চাই, সর্বত্র অবাধ স্বাধীনতা
লিখব, বলব যা ইচ্ছা খুশি
জানোনা মোরা স্বাধীন, বাংলাদেশী
আছে বন্ধু মোদের, প্রিয় পশ্চিমারা
ওরা জানে, বাঙালীর স্বভাব-চরিত্র
তাই মাঝে মধ্যে দেয়, নরম সুড়সুড়ি
সত্যিই ভীষণ তেজী বাংলাদেশী ।


বিকার চিন্তায় আবদ্ধ হয়ে আজ
মোরা সবাই যেন দিশেহারা
কাল নতুন প্রজন্ম কি শিখবে এসে
তার শুভ বুদ্ধি এখনো হল না  ।।