রহস্যে ঘেরা সাতাত্তরের দিনলিপি
পায়নি রেহাই খুনি, ইতিহাস নির্মম সাক্ষী ।


কাকতালীয় ভাবে হঠাৎ আগমন
কোন কালে শোনেনি নামটি জনগণ
সামরিক বাহিনীতে এমন উচ্চ বিলাসী
ধূর্ত-চালাক আর সুযোগ সন্ধানী
ছিলো, আছে, থাকবেও বৈকী
কৌশলে সেনাপতি অত:পর রাষ্ট্রপতি !


মানুষ হত্যা, সব ধর্মে মহা পাপ
তবুও ঠাণ্ডা মাথায় সে করেছে সব
ক্ষমতার মোহে অন্ধ এই দানব
করতে পাকা পোক্ত তাঁর মসনদ
চব্বিশ ঘন্টায় কার্যকর করে দণ্ড
দিয়ে চালায় নারকীয় হত্যাকাণ্ড !


দেশ প্রেমিক যত সৈনিক মেরে ছাপ
কেঁদে স্বজনরা তাঁকে দিলো অভিশাপ
বড় করুণ-নিষ্ঠুর বিধাতার বিচার
পাপের শাস্তি থেকে কেউ পায়নি ছাড়
অবশেষে সেই খুনি হত্যার স্বীকার
গুলিতে ঝাঁঝারা, হয়নি লাশটি সৎকার ।।