জীবনে, কালের ঘড়িটি কখনো স্বস্তির
কখনো করে অস্থির !
দু:খ-বেদনায় গড়া জীবন যার
পায় না সে কুল কিনার
তবুও আশা নিয়ে, পথ চলা নিরন্তর
স্বার্থে আপন জনও করে দুর্ব্যবহার !


উত্থান-পতনে জগৎ সংসার !
হঠাৎ কেউ যদি পড়ে খাদের ভিতর
দ্যাখে চারিদিকে অন্ধকার
শুরু হয় তিরস্কার !
চরম বাস্তবতা যে কত প্রকার !
বিপদে চেনা যায়, কে আপন- কে পর !


অথচ যে মানুষটি পর
হাতটি বাড়িয়ে তার
দিয়েছে সাহস, নতুন করে বাঁচবার
একদা যারা ছিল অতি কাছের
এখন সবাই পর !
আর পর, সেই দাঁড়াল পাশে আমার ।।