পৃথিবীর মানচিত্র বদলে যায়,
এল.ও.সি আলগা, দেয় ফাঁকি।
এ তো বাস্ হাতের রেখা মাত্র
যাকে রোজ কাঁটাতারে রাখি।


এ তো ক্ষনে বদলে যেতে বাধ্য,
সে তুমি চাইলে বা না চাইলে।
নদী রোজ বদলাবে তার নকশা,
তুমি নাও বাইলে বা না বাইলে।


বদলায় জমিন এবং আসমা,
বাতাসও বদলায়, ভাঙে বাঁশি।
তুমি বদলাও মহাজাগতিক কোন চিন্তায়,
আমি ও তো বদলাতে ভালোবাসি।