মাগো একটা গল্প বলো
একাত্তরের একাত্তরের
আমিতো যুদ্ধ দেখিনি
আমিতো বিজয় দেখিনি
শুনেছি শুধু মানুষের মুখে
পড়েছি শুধু বই-পুস্তকে
সূর্য্য রঙে জেগে তোলো মা যে ছবি অন্তরের।
মাগো এতোটা বছর পার করেছি
একটি গল্প শোনার আশায়
আমার ছেলেকে বলব কি মা
বলে দাও না আমায়
ও কিভাবে মা আঁকবে ছবি লক্ষ স্তরের।
চুপ থেকোনা মাগো তুমি
চুপ থেকোনা আর
যে গল্পটা উৎসাহ দেবে
চলার পথে আমার
জীবন দেব মা রক্ষা করতে জীবন বাংলাদেশের।
মনের ভিতরে যে কথাগুলো
রেখেছ তুমি ধরে
মুক্ত করে দিও তারে
১৬ই ডিসেম্বরে
শুনব আমি শুনবে সবাই কান্নার কথা মায়ের।
শুকনো কান্না শুনেছ যারা
দেখেছ চোখের পানি
কতো যে করুণ কতো যে দুঃখের
ছিল সেই হাতছানি
মায়ের ডাকে ঝাঁপিয়ে পড়েছে যে শিশুটিও কোলের।
কেউ জানেনা আমার এ মনে
বুক ফাটা কান্না জাগে
কেন জন্ম হলোনা এই মাটিতে
মুক্তিযুদ্ধের আগে
বাঁচি আর মরি সাথী তো হতাম মহান মুক্তিযুদ্ধের।
আমার তৃষা তৃষাই থাকুক
এ ব্যাথা ভুলে যাব
রক্ত ঝড়ানো একাত্তরকে
এই বুকে ঠাঁই দেব
ভুলে যাব না কারো কথা মাগো লক্ষ শহীদের।
কান পেতে শোন আগামী দিনের
দেশের কর্ণধার
প্রস্তুত থেকো মা'কে বাঁচাতে
যুদ্ধ বাঁধলে আবার
মা'কে বাঁচানো কর্তব্য সকল সন্তানের।


০৩-০৮-২০০৪ ইং