(প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের
উদ্দেশ্যে)
ছোট ছোট শত প্রদ্বীপ
শত স্বপন নিয়ে,
সেই স্বপনের রূপ দিতে
যাচ্ছে এগিয়ে।


ছোট্ট প্রাণ ছোট্ট প্রদ্বীপ
অনেক বড় আকাশ,
মনের মাঝে আশা যত
করতে হবে প্রকাশ।


ইচ্ছে গুলো মনের ইচ্ছায়
মেলবে কবে ডানা,
ক্ষণে ক্ষণে দিন চলে যায়
হিসেবতো নেই জানা।


বিন্দু বিন্দু বর্ণ গুলি
বর্ণই কি রবে,
বিকশিত শব্দ গুলো
বাক্য কবে হবে?


মনের মাঝে বাক্য যত
মিলবে কবে ভাষায়,
ছোট ছোট প্রদ্বীপ গুলি
ডুবে থাকে আশায়।


কচি প্রাণের প্রদ্বীপ গুলি
হবে পূর্ণ চাঁদ,
গগনেতে দেখবে সবাই
এটাই আমার সাধ।


সকল ভীতি দূর করে দাও
মনে আনো বল,
অন্ধকারের বুকে আলো
করবে ঝলমল।


পথের মাঝে কাটা তবু
চলতে হবে পথ,
সাগর তুমি মহাসাগর
তোমার বুকেই স্রত।


যাও এগিয়ে ভয় পেওনা
ভয় কি বল তোমার,
মনের মাঝে আশীষ যত
দিলাম উপহার।


০৭-০৯-২০০৯ ইং