চাইলে কি আর দুটি পথ
একটি পথে মিলানো যায়,
দুটি চোখের যে দৃষ্টি বের হয়েছে
সে দৃষ্টি কি আর ফিরে আসে
আপন ঠিকানায়।


গাছ থেকে যে ফুলটি একবার ঝড়ে,
সে কি আর গাছের ডালে বাস করিতে পারে?
ফোটা ফুল তুমি যতই সাজাও ফুলদানীতে
ভ্রমর তো আর বসে না কভু
সেই ফুলেরই গায়।


যে আলো আসে জগৎ মাঝে
তা কি ফিরে পায় সূর্য,
তোমার আমার দুটি মনে
বেজেছে বিরহ সুর
বেজেছে রণতূর্য।


তাই আলাদা হয়েছে দুজনার
সকল ভাবনা-চিন্তা,
লোকে যা বলে কানে আসে না
গায়ে লাগে না নিন্দা।
মৃত হৃদয় বোনেনা আশা
মৃত দেহ আর কি জীবন ফিরে পায়।


২৫-০৭-২০২১ইং