আমি দাড়িয়ে আছি তোমার পথে
অনেক বছর ধরে,
তুমি আসবে কবে আপন হবে
আসবে আমার দ্বারে।
চেনা তুমি চেনা আমি যে তোমার
চির চেনা তুমি যে,
চেনা মন চেনা নয়ন ছেড়ে মন বসে না কাজে।


এই পথে কত হেঁটে বেড়িয়েছ
হাতে রেখে দুটি হাত,
গুনে গুনে সব স্মৃতি ধরে রেখেছে আঁখিপাত।
খুঁজে দেখ তুমি খুঁজে পাবে সব
একটু খুঁজতে হবে,
থরে থরে সব সাজানো আছে
সময়ের ভাঁজে ভাঁজে।


চোখের আড়ালে আছ কত দিন
হয় তো বা কাছে- দূরে,
ফুল পাখিরা তোমার কথায়
ডাকছে তোমার সুরে।


যে কথায় তুমি ডেকেছিলে মোরে
যে সুরে ডেকেছিলে,
চোখের সামনে দেখি সেই চোখ
যে চোখে দেখেছিলে।
ঘরে বাহিরে যেখানে যেভাবে
থাকিনা কেন আমি,
তোমার মুখের মিষ্টি কথা
আজও দুই কানে বাজে।