তুমি হৃদয় পোড়া রোদ
তুমি হৃদয়হীনা,
তুমি সুখ হরণকারিনী
তুমি বিষের বীণা।
তুমি লোক চক্ষুর আড়াল থেকে
ঝড়াও ব্যথার কণা,
আলতো পায়ে সামনে এসে
তোল বিষের ফণা।


তুমি বিদঘুটে আঁধার
তুমি চাঁদের গ্রহণ,
তুমি বেদনার উচ্ছাস
তুমি কাড়ো জীবন।
তুমি হাসিমুখে আগুন জ্বালাও
কেউ বোঝে না,
মনের-গভীর থেকে উঠে আসো
ঢেউ ওঠে না।


তুমি ফুলের মাঝে বিষ
তুমি আলোর ঝিলিক,
তুমি ফাগুনে আগুন
তুমি আত্মকেন্দ্রিক।
তুমি নিজকে বলো বাসন্তি
আসলে তুমি তা না,
তিল তিল করে মন পঁচে ফেলো
জানতে পারি না।


তুমি হঠাৎ আগন্তুক
তুমি খামখেয়ালী,
তুমি সুখ শিকারি
তুমি দুখের মালী।
তুমি রোগ জন্ম দিতে পারো
রোগী ছাড়ো না,
বড় কৌশলী তুমি
অনেকেই জানি না।


২৯-০৬-২০২১ ইং