কত কত স্বপ্ন দুচোখের আঙ্গিনায়
খেলা করে সারাক্ষণ
দিন রাত
রাত দিন,
গুছিয়ে রাখা হয় না
কেউ গুছিয়েও রাখে না
আমি ডাকব কাকে
সে আসবে কবে
না কি আসবে না কোনদিন।


কত শত আশা আর কত বাসোনা,
ফোটাতে রাত দিন করি সাধনা,
ফুটবে না
জানি ফুটবে না
তবু কেনো মিছেমিছি করি কামনা।
হয়তো বা কিছু আশা ফুটবে
সব আশা ফুটবে না ফাগুন বিহীন।


জীবনটা ঘিরে থাকে হাজারো কাজ,
চোখে মনে অঙ্কিত কত কারুকাজ,
শেষ হবে না
শেষ হবে না
কাল কাল করে আর যাবে না আজ।
জীবনের কিছুদিন পার করা যায়
জীবন তো যাবে না সঙ্গীবিহীন।


০৮-০৭-২০২১ইং