কে গো তুমি নিত্য হেথা,
       চোখ মেলে চাও কওনা কথা।
       চঞ্চলও ঐ চোখ দুটিতে,
       রঙিন স্বপন চায় ফুটিতে।
       সে স্বপ্ন কি আমার তরে,
       বলতে কাঁপছ থর্ থরে।
আমার প্রেমে ভাসাওনি কি তোমার মনের কূল,
আমায় তুমি দেবে কি গো তোমার কানের দুল?


         আমার কথায় লাজে মরো,
         থামতে চেয়ে পিছন সরো
         কাঁপছে মন কাঁপছে দেহ,
        এইতো বুঝি এলো কেহ!
        যাকনা তোমার মুখটি ফুটে,
         আলো ঝড়াক চন্দ্র উঠে।
তোমার খোঁপায় দেব কি গো একটি রক্ত গুল,
আমায় কি গো দেবে তুমি তোমার কানের দুল?


        একটু দাড়াও কথা শুনি,
        আর কত প্রহর গুনি।
        সপ্ত সুর কন্ঠে মাখি,
        সপ্ত রঙা ছবি আঁকি।
        আজিকের এই মধুর স্মৃতি,
         হয়ে থাকুক চলার সাথী।
জানুক আকাশ জানুক বাতাস জানুক পক্ষীকুল,
আমায় কি গো দেবে তুমি তোমার কানের দুল?


        যাচ্ছ কোথা কেনো এলে,
        অন্তরেতে প্রদ্বীপ জ্বেলে।
         শেষ কথাটি বলে যাও,
         একটু পিছন ফিরে চাও।
          দিয়ে গেলে মধুর হাসি,
          সে যে বড় সর্বগ্রাসী।
তোমায় দেখায় চোখে মনে লেগে গেলো ঢুল,
আমায় তুমি দিলে না গো তোমার কানের দুল!