এক গাছে এক গান্ধি পোকা বাস করত,
মাঝে মাঝে দুর্গন্ধ ছেড়ে দিত।
গন্ধ ছেড়ে আপন মনে চুপ হয়ে যায়,
অন্যরা সব গন্ধের উৎস খুঁজে বেড়ায়।
ঘুরে ঘুরে খুঁজে খুঁজে হয় ক্লান্ত,
তবুও তাদের খোঁজাখুঁজি হয় না ক্ষান্ত।
এসব দেখে গান্ধি পোকার নাচে অন্তর,
মনে মনে বলে-তোরা খুঁজেই মর।
আমি আছি নম্র,ভদ্র,শান্ত বেশে,
খুশী আমি যা দিয়েছি পরিবেশে।
বাকিরা সব ক্লান্ত হয়ে ঘরে ফেরে,
বলাবলি করে-এ কাজ করল কে রে?
সবাই বলে-না আমি না না আমি না,
কে করেছে এমন কাজ তাও জানি না।
দেখল সবাই নাচছে হেসে গান্ধি পোকা,
বলল কেউ এক-তুই আমাদের করলি বোকা!
দুর্গন্ধ ছাড়িস কেন সকল সময়,
যখন তখন এসব কি সহ্য হয়?
গান্ধি পোকা বলল হেসে-প্রমাণ দাও,
প্রমাণ নিয়ে এসো এখন চলে যাও।
যাও চলে যাও আমার অনেক কাজ আছে,
কাজ নেই তো লেগে থাকে লোকের পিছে।
গান্ধি পোকা দেখল পরিবেশ গরম,
তাই সে গলা নামাল হলো নরম।
বলল হেসে-আরে ভাই আমিও খুঁজি,
পরিবেশ নষ্ট করে পার পাবে বুঝি।
আমিও তো এই সমাজের বাসিন্দা,
খুঁজেই বের করব চোখ নয় আন্ধা।
সুন্দর এ পরিবেশ কে করে ক্ষত,
দেখব আমি তার বুকে সাহস কত।
গেলো সবাই যে যার মত ঘরে ফিরে,
আনন্দে নাচে গান্ধি আপন নীড়ে।
নিজকে বলে-আমিই চালাক সবাই বোকা,
কথায় কথায় সমাজকে দিচ্ছি ধোঁকা


২২-০৯-২০২২ইং