টিনের বেড়া টিনের চাল,
দুচারটে ইটের দেয়াল।
কাচা মেঝে নেই তো ছাদ,
ভাগ্যকে দেই ধন্যবাদ।
গাছ গাছালি সারি সারি,
গাছের ছায়ে ঘর বাড়ি।
পাতা ভর্তি ঘরের চাল,
ছোট ছোট শুকনো ডাল।
লাউ,কদু,শিম থরে থরে,
সাজানো জাঙলা ভরে।
গরু,ছাগল,মুরগি,হাঁস,
বাড়ির কোণায় নানান বাঁশ।
শুকনো পাতা শুকনো ডালে,
প্রতিদিনের রান্না চলে।
নানান স্বাদের নানান শাক,
তুলে এনে করে পাক।
নিস্তব্ধ নিঝুম রাত,
ঘুমে কারও হয় না ব্যাঘাত।
ভোর হলেই পাখির গান,
ভরে তোলে মন ও প্রাণ।


২৪-১১-২০২৩ ইং