তুমি হীনা এ জীবন অচল
আমার ভূবন থমকে দাড়ায়,
সারাক্ষণ লাগে একা একা
শূণ্যতা দুটি হাত বাড়ায়।
তোমায় ডাকলে চলে আসে
কষ্টরা আমার দ্বারে,
তুমি চলে এসো চলে এসো
তুমি চলে এসো এই অন্তরে।
তুমি চলে এসো চলে এসো
আমার এ অন্তরে।


বুঝিনি আগে অনুরাগে হারাবে এ মন,
অচিনপুরে নতুন সুরে
ডাকবে কেউ মোরে করতে আপন।
খুঁজিনি আমি আমার এ মন
তোমারও মনে বসত করে।


জানিনি আগে বুঝিনি আগে একলা সময়,
তুমি ছাড়া অশ্রুর ধারা
ঝড়ায় দুটি চোখ লাগে বিষময়।
এতটা আপন হয়েছ আমার
তুমি হীনা এই মন ভাঙে ঝড়ে।