সময় যে কাটে না এভাবে,
পচন ধরবে বুঝি স্বভাবে।
নেই চাল,নেই চুলো,নেই টাকা,
দেখি যা ধরতে গেলে ফাঁকা।
স্বপ্ন ছিল যত দুই চোখে,
ঘেন্না করে আজ সব লোকে।
আপন যা করেছিল অন্তর,
আজকে সব হয়ে গেছে পর।
কথা বলতে যার কাছে যাই,
মনে মনে বলে সে-কখন পালাই।


ঘরে ঢুকতে গেলে ঘর বলে,
"তোরে দেখলে আজ গা জ্বলে।"
জোর করে ঢুকে যাই বিছানায়,
"দূরে যা মরে যাব নোংড়ায়।"
শুয়ে থাকি ঘুমানোর চেষ্টাতে,
ঘুম আসেনা ক্ষুধা-তেষ্টাতে।