বৃষ্টি তুমি কোথায় গেলে
আসবে আবার কবে,
ধৈর্য ধরো বর্ষাকালে
আবার দেখা হবে।


আবার তোমার গা ভেজাব
ভেজাব ঘর বাড়ি,
কথায় কথায় বলি না তো
তোমার সাথে আড়ি।


যখন তখন আসি না যে
সময় হলেই আসব,
পৃথিবীর সব কিছুকে
পুরো ভালোবাসব।


নয়তো গৃষ্ম,বর্ষা,শরৎ,
হেমন্ত,শীত,বসন্ত,
তোমার মনের খামখেয়ালে
হয়ে উঠি ক্লান্ত।


যখন তখন আসো তুমি
সময়-ঋতু মানো না,
কুটুম হয়ে আসবে কখন
তাও তো তুমি জানো না।