আমি তো ছিলাম মরু
ছিল মন মরুভূমি হয়ে গো,
তোমারও মনটা যেনো
বরষার মেঘলা আকাশ
তুমি তো বর্ষা হয়ে এসেছ।


স্বপনের বীজ বুনেছিলেম,
আশার রঙে চোখের মাঝে ছবি এঁকেছিলেম
এভাবে কাটত দিন
বাজাতে ভাঙত বীণ
হৃদয়ে ছন্দ হয়ে ভেসেছ
তুমি তো সুর হয়ে এসেছ।


মন আর মনের চাওয়া
এক করে মিশে দিলে,
জানি না কোন সে আশায়
আমারে কাছে নিলে।


বরষায় ভিজব আমি লাগবে ভালো,
চাঁদ হয়ে রাত্রে ছড়াবে আলো।
হারানোর ভয় লাগে
কি সুখে অনুরাগে
জীবনের সাথে তুমি মিশেছ
তুমি তো ফাগুন হয়ে এসেছ।