আমি যে বিপদে পড়েছি
কেউ আমারে বাঁচাও!বাঁচাও!বাঁচাও!
তোমরা মানুষ আমিও মানুষ
দুটি হাত বাড়াও।
সারা জীবন তোমার কথা রাখব এ মনে,
দিনটি যখন মনে হবে আসবে স্মরণে।
ও ভাই শোন তোমার মত নেইতো আপনজন,
সবার মন পাথরে গড়া কোমল তোমার মন।
আমি জানি পুরো মানি তুমি ভালো মানুষ,
বাকি সবাই মাকাল ফল শুধুই রঙিন ফানুষ।
ও বোন তুমি নারী জাতির গর্ব-অহংকার,
তুমি হলে এই সমাজের সবার অলংকার।
করব দোয়া প্রাণটি ভরে তোমায় প্রতিদিন,
শোধ করতে পারবনা তো তোমার দেয়া ঋণ।
উপকারীর মনটা নরম করল উপকার,
অকৃতজ্ঞ কী বলে শুনে যাও এবার।


বিপদ আমার কেটে গেছে আমায় কে পাবে,
করব আমি ইচ্ছেমত মনটা যা চাবে।
কাকে হিসেব করব আমি আমিই আমার ছাতা,
আমি হলাম এই সমাজের গুরুত্বপূর্ণ মাথা।
আমি যা বলি সবাই মেনে নিতে বাধ্য,
আমার কথা পাশ কেটে যায় কার আছে সেই সাধ্য?
দুই চারটে ভালো কাজ সবাই করেছে,
তাই বলে কি সে আমার মাথা কিনেছে?
আসুক সে আমার কাছে ঋণ করব শোধ,
আমি আবার কিসে কম সামলি সব বিপদ।
আমিও আজকে লক্ষপতি লক্ষ্য আমার উর্ধ্বে,
দু'চার হাজার করব ব্যয় যে কোন যুদ্ধে।


অকৃতজ্ঞ চিনে রাখার দায়িত্বটা সবার,
যে কোনদিন আসতে পারে অকৃতজ্ঞ আবার।
সবার কাছে শেষ কথাটা এবার বলে নেই,
উপকার যে করে লোকের সে উপকার করবেই।
০৬-০৫-২০১৭ইং