আকাশেতে ওড়ে পাখি
মেলিয়া ডানা,
মনের ইচ্ছায় ওড়ে সে
কে করে মানা।


তরুতেও খেলে পাখি
তরুতেও নাচে,
তার মতো কারিগর
জগতে কেউ আছে?


আধা পচা,ভেসে যাওয়া
খড়কুটো এনে,
ভালোবাসায় গড়ে নীড়
অতি যতনে।


জীব,জড় ওড়ে কত
কালবৈশাখি ঝড়ে,
ছিড়ে নাহি পড়ে নীড়
খসে নাহি পড়ে।


ইট,বালি,সিমেন্ট নেই
নয় রঙে উজ্জ্বল,
চোখ-মন কাড়ে বিনা মূল্যের
অমূল্য মহল!