সব আয়োজন শেষ,
বৃদ্ধ পিতার জায়গা হবে নতুন একটি দেশ।

বৃদ্ধ পিতা কাঁদছে বসে ঘরের দুয়ার বন্ধ,
"ওগো আল্লাহ দুচোখ আমার করে দাও বন্ধ!"

ছেলে আর ছেলের বউ ঘুমায় খাটে শুয়ে,
পিতার দুচোখ থেকে অশ্রু পড়ছে চুয়ে চুয়ে।

বৃদ্ধ পিতা মনকে বলে কাঁদাস না নয়ন,
তোর বিদায়ের জন্য আজকে এতো আয়োজন।

চোখটা মুছে বৃদ্ধ পিতা চশমা চোখে দিল,
টেবিল থেকে একটা কাগজ একটা কলম নিল।

কাঁপা কাঁপা দুর্বল হাতে রুদ্ধ করে বাক,
"যেমনই থাকি বাছা আমি তুই সুখে থাক।

তোর ছেলেকে শিক্ষা দিস এই জগতে বাবা মা,
এই পৃথিবীর কোনো কিছুই তাদের মত দামী না।

মেয়েকে তুই শিক্ষা দিস স্বামীর ঘর নিজের ঘর,
আপন ভাবলে হবে আপন পর ভাবলে হবে পর।

তোর ছেলে মেয়ে যেমন ভাববে তোদের কথা,
পরের ছেলে মেয়েরও ভাবনায় তাদের পিতা মাতা।

পরের ছেলে পরের মেয়ে হবে না বাধ্যগত,
হবে যদি ভাবিস তুই তাদের মনেরই মত।

সুশিক্ষা আর উচ্চ শিক্ষা যদি পাশাপাশি রয়,
তোর জায়গা ঘরেই হবে বৃদ্ধাশ্রম কভু নয়।"

৩১-০৩-২০২১ইং