হয়ে গেলো টানা একটানা তিন দিন,
ঘর থেকে বের হওয়া ছিল বড় কঠিন।

দিন নেই রাত নেই দিনরাত একাকার,
কতনা কষ্টে সময় হয়েছে পার।

দোলেনি গাছের পাতা দোলেনি কারও মন,
গেরস্ত চিন্তায় মগ্ন সারাক্ষণ।

গিন্নিরা রাধতে বাড়তে পারেনি,
এক মুখো কষ্ট আর ভালো লাগেনি।

ঝিরি ঝিরি রিমঝিম ঝম ঝম বৃষ্টি,
সূর্যতে  পড়েনি একটুও দৃষ্টি।

পথের মাটি হয়েছিল ফুলে ফেঁপে ঢোল,
যাতায়াতে হয়েছিল পানি মেশা ঘন ঝোল।

সূর্যটা যেই দেখা দিল নীল আকাশে,
ধড়ে যেনো প্রাণ এলো দুখ গেলো বাতাসে।